Site icon Jamuna Television

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এতে ইরান এবং ইরান সংশ্লিষ্ট শিপিং ও পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোকে টার্গেট করা হয়েছে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞার মধ্যে চীনভিত্তিক দুটি শিপিং ফার্মও রয়েছে। এছাড়া চীন, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতের সংস্থাগুলোর সঙ্গে সংযুক্ত ২০টি জাহাজকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ওয়েবসাইটে নতুন এ নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালের নির্বাহী আদেশের অধীনে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছে। পরমাণু চুক্তি একতরফাভাবে প্রত্যাখ্যান করার পর থেকে ওই আদেশের অধীনে তেহরানের তেল, ব্যাংকিং এবং পরিবহন খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা পুনরুদ্ধার করেছে ওয়াশিংটন।

এএআর/

Exit mobile version