Site icon Jamuna Television

চলতি মৌসুমে রামেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৪

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মৌসুমে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪ জন মারা গেছেন। এদের সকলেই খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হন বলে জানিয়েছেন, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামিম আহমেদ।

পরিচালক জানান, হাসপাতালে আরও ৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৩ জন নেগেটিভ এবং একজন সন্দেহভাজন রোগী রয়েছে। পরিবারের সাথে খেজুরের রস খাবার পর অসুস্থ হয়ে পড়েন তারা। প্রত্যেকেই জ্বরের মতো সাধারণ লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

গত বুধবার নওগাঁ জেলায় নিয়ামতপুর উপজেলার ২৫ বছরের গৃহবধু ফরিদা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নিপাহ ভাইরাসে আক্রন্ত ছিলেন। তার শাশুড়িও এখন হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি আছেন। পরিবারের দেয়া তথ্য মতে, তারা সপরিবারে খেজুরের রস খেয়েছিলেন। এর পর থেকেই তারা জ্বরে আক্রান্ত হন।

পরিচালক আরও জানান, অসচেতনতার কারণে নিপাহ ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। খেজুরের কাঁচা রস, পাখিতে খাওয়া ফল খাওয়া যাবে না। তবে রস ফুটিয়ে পান করলে কোনো সমস্যা নেই বলে জানান তিনি।

এটিএম/

Exit mobile version