Site icon Jamuna Television

স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে বিয়ে করে প্রতিশোধ যুবকের!

ছবি: সংগৃহীত

নিজের স্ত্রী অন্য একজনের সাথে পালিয়ে গেছেন। পরে স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে বিয়ে করে অদ্ভুত প্রতিশোধ নিয়েছেন বিহারের খাগরিয়ার এক যুবক। ওই যুবকের নাম নীরাজ। তার স্ত্রীর নাম রুবি দেবী। খবর ইন্ডিয়া টাইমস’র।

প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর আগে নীরাজের সাথে রুবির বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে চার সন্তান রয়েছে। কিছুদিন আগে রুবি, মুকেশ নামে এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে যান। পসারাহা গ্রামের বাসিন্দা মুকেশও বিবাহিত এবং তার ঘরেও স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।

এদিকে স্ত্রীর পরকীয়ার কথা জানার পর মুকেশের বিরুদ্ধে পসারাহা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন নীরাজ। পরে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি মীমাংসার একাধিক চেষ্টা করা হয়। কিন্তু মুকেশ ও রুবি দেবী উভয়েই ফিরে আসতে অস্বীকৃতি জানান। এমতাবস্থায় নীরাজ মুকেশের স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কাকতালীয়ভাবে তার নামও রুবি।

দুই পরিবারের সম্মতিতে অনুষ্ঠিত হয় নীরাজ-রুবির বিয়ে। মুকেশ-রুবি দেবী যখন পালিয়ে বেড়াচ্ছেন তখন নীরাজ-রুবি দম্পতি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাদের গ্রামেই।

এদিকে স্ত্রী পালানোয় এমন প্রতিশোধ নেয়ার ঘটনা স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ নীরাজের প্রশংসা করেছেন আবার কেউ এমন কঠোর পদক্ষেপে সমালোচনা করেছেন।

এএআর/এনএএস

Exit mobile version