Site icon Jamuna Television

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৩ মার্চ) রাত ৮টায় তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি গণমাধ্যমকে জানান, ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ ঢাকায় ফিরেছেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিমান বন্দর থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে বাসায় যান। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছিলেন ওবায়দুল কাদের।

/এনএএস

Exit mobile version