Site icon Jamuna Television

গ্রিসে চলমান বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়

ছবি: সংগৃহীত

গ্রিসে রেল দুর্ঘটনার জেরে চলমান বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে। শুক্রবার (৩ মার্চ) এথেন্সের রাজপথে নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ কয়েক হাজার জনতা। এতে জনসমুদ্রে পরিণত হয় রাজধানীর বিভিন্ন সড়ক। খবর বিবিসির।

এ সময়, দেশটির পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদে জড়ো হন বিক্ষোভকারীরা। দিতে থাকেন স্লোগান। পুলিশ বাধা দিতে আসলে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই রনক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। আশপাশের বেশ কিছু দোকান ভাঙচুর করে। রাস্তায় আগুন চালিয়ে অবরোধ করে সড়ক।

রাজধানী এথেন্স ছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে বিক্ষোভে নামে মানুষ। রেলপথ উন্নয়নে সরকারের যথাযথ পদক্ষেপ এবং বিনিয়োগ নেই বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ক্ষোভ রেল কোম্পানিগুলোর বিরুদ্ধেও।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সাড়ে তিনশ যাত্রীসহ একটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মালবাহী এক ট্রেনের। এতে নিহত হন অন্তত ৫৭ জন।

/এসএইচ

Exit mobile version