Site icon Jamuna Television

বনানীতে বাসের ধাক্কায় নারী গার্মেন্টস কর্মী আহত, বিক্ষোভ

বনানীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোষাককর্মীরা।

বনানীতে সৈনিক ক্লাবের সামনে বাসের ধাক্কায় এক নারী গার্মেন্টস কর্মী আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কর্মীরা। দু’পাশের রাস্তা বন্ধ থাকায় আশাপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে ট্রাস্ট ট্রান্সপোর্ট কোম্পানির একটি বাস সুমি আক্তার নামের এক গার্মেন্টসকর্মীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে আহত হন ওই পোষাককর্মী। পরে বনানীর দু’পাশের রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন গার্মেন্টস কর্মীরা।

বিক্ষোভকারীদের দাবি, বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। তাই দুঘর্টনা কমাতে শাস্তির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীদের কঠোর হতে হবে।

দু’পাশের রাস্তা বন্ধ থাকায় আশাপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ঘটনাস্থলে যান। আহতকে ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি। এর প্রায় দেড় ঘণ্টা পর রাস্তা ছেড়ে দেন গার্মেন্টস কর্মীরা। আহত সুমি আক্তারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version