Site icon Jamuna Television

এবার সরাসরি বলিউড মাতাতে প্রস্তুত আল্লু অর্জুন, আসছে নতুন ছবি

‘পুষ্পা’ ছবির মাধ্যমে গোটা বিশ্বেই তুমুল জনপ্রিয়তা ও পরিচিতি অর্জন করেছেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। তবে বলিউডে তার অভিষেক নিয়ে জল্পনা-কল্পনার অন্ত ছিল না। অবশেষে সেসব গুঞ্জনে ইতি টেনেছেন আল্লু। জানা গেলো, বলিউডে রীতিমতো রাজকীয় অভিষেক হতে চলেছে তার। খবর আনন্দবাজার পত্রিকার।

টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার ও ‘কবীর সিং’ পরিচালক সন্দীপ রেড্ডির সাথে জুটি বেঁধে বড় প্রজেক্টে নামতে চলেছেন আল্লু। টি সিরিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয়া হয়েছে। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।

অবশ্য দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার কথা ছিল আল্লু অর্জুনের। কয়েক দিন আগে সেই জল্পনায় নিজেই ইতি টানেন তিনি। ‘জওয়ান’র শুটিংয়ের জন্য মোটেই সময় বের করতে পারবেন না জানিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। অবশেষে আসল কারণ সামনে এলো।

মূলত, ছবির সব ফোকাস নিজের দিকেই রাখতে চেয়েছিলেন আল্লু। অন্তত অভিষেকে শাহরুখ খানের মতো বড় তারকার সাথে স্ক্রিন শেয়ার করতে চান না তিনি। আর তাই ‘জওয়ান’কে ফিরিয়ে বড় প্রজেক্টে যুক্ত হয়েছেন আল্লু।

এসজেড/

Exit mobile version