Site icon Jamuna Television

অপসারিত হলো জো বাইডেনের ক্যান্সার সংক্রমিত টিস্যু

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বক থেকে সফলভাবে ক্যান্সার আক্রান্ত টিস্যু অপসারণ করা হয়েছে। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তার চিকিৎসক। দায়িত্ব পালনের জন্য বর্তমানে পুরোপুরি সুস্থ তিনি। তবে নিয়মিত চালিয়ে যেতে হবে স্বাস্থ্য পরীক্ষা। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

এক বিবৃতিতে হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় ধরা পড়ে ত্বকের ক্যান্সারটি। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার বুক থেকে সরিয়ে ফেলা হয় সংক্রমিত ক্ষতটি।

বাইডেনের চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে না, তাই ভয়ের কোনো কারণ নেই। প্রেসিডেন্ট হওয়ার আগেও তিনি বেশ কয়েকটি ক্যান্সার আক্রান্ত টিস্যু অপসারণ করেছিলেন।

প্রসঙ্গত, অনেকদিন ধরেই ক্যান্সারের সাথে লড়ছে বাইডেনের পরিবার। ২০১৫ সালে বাইডেনের এক ছেলে মস্তিষ্কের ক্যান্সারে মৃত্যুবরণ করেন।

/এসএইচ

Exit mobile version