Site icon Jamuna Television

পাকিস্তানকে ৫০০ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিলো চীন

চীনের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার জরুরি অর্থ সহায়তা পেয়েছে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা পাকিস্তান। দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার ঋণ সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

এক বিবৃতি দিয়ে অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তানকে ১৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। তারই অংশ হিসেবে প্রথম কিস্তিতে ৫০ কোটি ডলার পেলো পাকিস্তান। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না এই ঋণ দিয়েছে। তিন কিস্তিতে এই অর্থ সহায়তা পাবে ইসলামাবাদ।

গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৩৮০ কোটি ডলার। যা দিয়ে দেশটির এক মাসের সামগ্রিক ব্যয়ও মেটানো সম্ভব নয় বলে জানানো হয়। এরপরই আইএমএফের কাছে সহায়তা চায় ইসলামাবাদ। তবে আইএমএফের ঋণের শর্ত পূরণ করতে গিয়ে হিতে বিপরীত হবে কিনা সেই আশঙ্কায় দেশটি।

এসজেড/

Exit mobile version