Site icon Jamuna Television

থমথমে পঞ্চগড়, মুসল্লি-পুলিশ সংঘর্ষে নিহত ২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে মুসল্লিদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় এখনও বিরাজ করছে থমথমে অবস্থা। জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে র‍্যাব ও বিজিবি।

সংঘর্ষের পর রাতেই জলসা বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন। শুক্রবার (৩ মার্চ) দুপুরে জুমার নামাজের পর মুসল্লিরা আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধের দাবিতে মিছিল নিয়ে বের হলে তাদের বাঁধা দেয় পুলিশ। এতে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে। এ সংঘর্ষে দু’জনের প্রাণহানি হয়। নিহতরা হলেন, আরিফুর ও জাহিদ। এছাড়া আহত হন অন্তত অর্ধশতাধিক। পরে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

/এসএইচ

Exit mobile version