Site icon Jamuna Television

সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে।

স্থানীয়রা জানান, পরিবারের অগোচরে পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় মরিয়ম। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশুটির। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এসজেড/

Exit mobile version