Site icon Jamuna Television

লাইপজিগকে হারিয়ে বুন্দেসলিগায় শীর্ষে ডর্টমুন্ড

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে উড়ছে বরুশিয়া ডর্টমুন্ডের জয়ের ঝান্ডা। কালো-হলুদের দলটিকে রুখে দেয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দলগুলোর জন্য। বুন্দেসলিগার ম্যাচে আরবি লাইপজিগকে ২-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট ক্লাবটি। সেই সাথে বায়ার্ন মিউনিখকে হটিয়ে বুন্দেসলিগায় শীর্ষস্থানে উঠে এসছে বরুশিয়া ডর্টমুন্ড।

ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে আরবি লাইপজিগকে আতিথ্য জানায় বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে এডিন টেরজিকের শিষ্যরা। লাইপজিগের রক্ষণের উপর একের পর এক আক্রমণ শানাতে থাকে মার্কো রিউস, ব্রান্ডটরা। ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ভিএআরের বাধায় কাটা পড়ে ব্যান্ডটের করা গোলটি। তবে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ডর্টমুন্ড। ম্যাচের ২১ মিনিটে ডি বক্সের মধ্যে রইসকে ফাউল করে লাইপজিগের গোলরক্ষক ব্লাসউইচ। স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন রিউস। লিগে এটি তার চতুর্থ গোল।

ছবি: সংগৃহীত

ম্যাচের ৩৯ মিনিটে ডর্টমুন্ডকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন মিডফিল্ডার এমরে ক্যান। তার দুর্দান্ত গোলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও লাইপজিগের রক্ষণের উপর একের পর এক আক্রমণ শানাতে থাকে ডর্টমুন্ড। তবে স্ট্রাইকার হলারের মামুলি মিসে ব্যবধান বাড়াতে পারেনি ডর্টমুন্ড। উল্টো ম্যাচের ৭৩ মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিকরা। ডাভিড রাউমের বাড়িয়ে দেয়া বল জালে জড়ান এমিল ফর্সবার্গ। ব্যবধান কমিয়ে আরও মরিয়া হয়ে খেলতে থাকে সফরকারীরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি লাইপজিগ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড।

এই জয়ের ফলে, ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগায় শীর্ষস্থানে উঠে এসেছে বরুশিয়া ডর্টমুন্ড। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লাইপজিগ। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা দ্বিতীয়স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৪৬।

/আরআইএম

Exit mobile version