Site icon Jamuna Television

নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্ব সঙ্কটে পড়বে: কৃষিমন্ত্রী

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আনার সর্বাত্মক চেষ্টা করা হবে। নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের দল অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আ. লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (৪ মার্চ) সকালে টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, পোল্ট্রি খাতে সঙ্কট দূর করতে জাতীয় পর্যায়ে বসে সমাধান করা উচিত। পরে মন্ত্রী কুমুদিনী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, ছানোয়ার হোসেন এমপি প্রমুখ।

এটিএম/

Exit mobile version