Site icon Jamuna Television

বিএনপি পদযাত্রার নামে দেশে নৈরাজ্য করছে: শেখ পরশ

বিএনপি পদযাত্রার নামে দেশে নৈরাজ্য করছে, ছড়াচ্ছে বিভ্রান্তি। এই মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শনিবার (৪ মার্চ) রাজবাড়ীতে দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ ফজলে শামস পরশ। তিনি দাবি করেন, তারেক রহমান ও খালেদা জিয়ার কারণে ডুবতে বসেছে বিএনপি।

যুবলীগকে মানবিক সংগঠন হিসেবে উল্লেখ করে পরশ জানান, নিজের জন্য নয়, তারা সাধারণ মানুষের জন্য কাজ করে এই সংগঠন। এর আগে, সম্মেলন ঘিরে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জড়ো হন নেতাকর্মীরা।

/এম ই

Exit mobile version