Site icon Jamuna Television

গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে ইহুদি বাহিনীর রাবার বুলেট নিক্ষেপ, নিহত ১

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে গাজা উপত্যকায়। এসময় এক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (৩ মার্চ) হামাসের তত্ত্বাবধানে রাজপথে নামে হাজারো সাধারণ মানুষ। খবর এপির।

এদিন ফিলিস্তিনিদের ওপর সহিংসতা এবং দমন-পীড়নের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। অভিযানের নামে মানুষ হত্যার বন্ধের দাবি জানান তারা। এসময় একদল বিক্ষোভকারী কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে ইসরায়েলি বাহিনীর সামনেই জমায়েত হয়। তাদেরকে প্রতিহত করতে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে সম্প্রতি উত্তেজনা ছড়িয়েছে বিরোধপূর্ণ অঞ্চলটিতে। চলতি বছরের দুই মাসে ৬০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

এটিএম/

Exit mobile version