Site icon Jamuna Television

‘বঙ্গবন্ধুকে যারা মানে না, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে যারা মানেন না তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

শনিবার (৪ মার্চ) সকালে নিজ নির্বাচনী এলাকা জুরাইনে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত র‍্যালি পূর্ব স্বাধীনতা সমাবেশে একথা জানান তিনি। বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। এবারের নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়।

এ সময় সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচনে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আবু হোসেন বাবলা। তিনি বলেন দেশে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করছে একটি গ্রুপ। অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সৈয়দ আবু হোসেন বাবলা।

আরও পড়ুন: বিএনপি পদযাত্রার নামে দেশে নৈরাজ্য করছে: শেখ পরশ

/এম ই

Exit mobile version