Site icon Jamuna Television

অতীতের সব রেকর্ড ভেঙে এক নম্বরে ‘পাঠান’

ফিরে এলো বলিউডে শাহরুখের সেই পুরোনো গৌরব। এর পেছনে কারণ ‘পাঠান’। প্রথম থেকেই এই সিনেমাটিকে ঘিরে উৎসাহ ছিল। উন্মাদনা লক্ষ করা গিয়েছিল শাহরুখ ভক্তদের মাঝে। অতীতের সব নজির ভেঙে নতুন নজির গড়ল এই ছবি। খবর আনন্দবাজারের।

৩৭ দিনেই হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় এই মুহূর্তে সব চেয়ে সফল ছবির তকমা পেয়েছে ‘পাঠান’। এতদিন সেই জায়গা ধরে রেখেছিল ‘বাহুবলী ২’। তাকে হারিয়ে সেরার শিরোপা পেল ‘পাঠান’।

রাজামৌলীর ‘বাহুবলী ২’ ছবির হিন্দি ভার্সন ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি রুপির। যদিও সামগ্রিকভাবে এই ছবি আয় করেছে হাজার কোটিরও বেশি। তবে এবার ‘বাহুবলী ২’-কে ছাপিয়ে গেল পাঠান।

শুধু ভারতেই পাঠানের আয় ৫২৮.২৯ কোটি রুপি। বিশ্বব্যাপী এই ছবির আয় ১০২৭ কোটি। শুধু ‘বাহুবলী ২’ নয়, ‘পাঠান’র প্রতিযোগিতা ছিল আরও দুটি ছবির সাথে। আমির খানের ‘দঙ্গল’ এবং যশ অভিনীত ‘কেজিএফ ২’।

এটিএম/

Exit mobile version