Site icon Jamuna Television

ময়মনসিংহে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতার ৫

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৪ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী অষ্টম শ্রেণির ওই ছাত্রী বাথরুমে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন ভোরে একটি গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন। এরই জেরে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার। তাদের বিরুদ্ধে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।

এসজেড/

Exit mobile version