Site icon Jamuna Television

রাতে মাঠে নামবে মেসি-এমবাপ্পের পিএসজি

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে লিগ ওয়ানে নিজেদের ঝালিয়ে নিতে রাতে মাঠে নামবে মেসি-এমবাপ্পের পিএসজি। শীর্ষস্থান ধরে রাখতে নঁতের বিপক্ষে খেলবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে নঁতেকে আতিথ্য জানাবে প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (৪ মার্চ) দিবাগত রাত ২ টায়। লিগ ওয়ানে মার্শেইয়ের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি, তবে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগই এখন তাদের মূল লক্ষ্য। বুধবার (৯ মার্চ) বায়ার্নের মুখোমুখি হবে পিএসজি।

লিগ ওয়ানের এই ম্যাচেও নেইমারকে পাবে না ক্লাবটি। তাই মেসি-এমবাপ্পের মতো দুই মহাতারকার ওপরই নির্ভরশীল হতে হবে পিএসজিকে। এছাড়াও দলটি রক্ষণভাগের শক্তিমত্তা নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছে। অভিজ্ঞ সার্জিও রামোসের দিকে পিএসজি এখনও তাকিয়ে আছে। মিডফিল্ডে তাদের মূল ভরসা মার্কো ভেরাত্তি।

গেলো ম্যাচে মেসি-এমবাপ্পের নৈপুণ্যে মার্শেইকে উড়িয়ে দিয়েছিল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। তাই এই ম্যাচেও মেসি-এমবাপ্পের জুটির দিকেই তাকিয়ে থাকতে হবে দলটিকে।

/আরআইএম

Exit mobile version