Site icon Jamuna Television

রাজশাহীতে ৮০ ভরি স্বর্ণসহ যুবক গ্রেফতার

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৮টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বারগুলোর মোট ওজন ৮০ ভরি। গ্রেফতারকৃত যুবকের নাম কামরুজ্জামান (২৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

শনিবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে গোদাগাড়ী কলেজের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। বারগুলো পাচারের উদ্দেশ্যে সে নিয়ে যাচ্ছিলো বলে জানা গেছে। থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএআর/

Exit mobile version