Site icon Jamuna Television

মেকআপ করাতে গিয়ে পুড়লো পাত্রীর মুখ, রূপ দেখে বিয়ে ভাঙলেন পাত্র

প্রতীকী ছবি।

পাত্রীর মুখ ফুলে কালো হয়ে গেছে দেখেই বিয়ে করতে অস্বীকার করেন পাত্র। পাত্রীর পরিবারের তরফে ওই মেকআপ শিল্পীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার

বিয়ের আগে মেকআপ করাতে পার্লারের গিয়েছিলেন পাত্রী। কিন্তু রূপটান শিল্পীর দেয়া প্রসাধন সামগ্রী মুখে লাগাতেই মুখ ফুলে ঢোল হয়ে গেল। যার কারণে বিয়ে ভেঙে গেল তার।

ঘটনাটি ভারতের কর্ণাটকের হাসান জেলার আরাসিকেরে গ্রামের। পাত্রী বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। পাত্রীর পরিবারের তরফে ওই মেকআপ শিল্পীর শিল্পীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

পাত্রীর অভিযোগ, গঙ্গা নামের ওই মেকআপ শিল্পীর শিল্পী তাকে অভিনব সাজে সাজিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর অভিযুক্ত তার মুখে প্রসাধনী লাগিয়ে গরম বাষ্প দিতে শুরু করেন। আর সেই গরম বাষ্পের কারণেই তার মুখ পুড়ে গেছে বলে অভিযোগ করেছেন পাত্রী।

পাত্রীর পরিবার গঙ্গার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছে পুলিশ।

এনবি/

Exit mobile version