Site icon Jamuna Television

‘অনেকেই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক’

ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় দুই নায়িকা শাবনুর ও পূর্ণিমা। তাদেরকে এখন আর সিনেমায় দেখা যায় না। সিনেমা থেকে দূরে থাকলেও নিজেদের মধ্যে ঠিকই যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা।

সম্প্রতি অস্ট্রেলিয়াতে গেছেন পূর্ণিমা। দেশটির সিডনি শহরে বর্তমানে বসবাস করেন শাবনুর। সেখানে শাবনুরের সাথে দেখা করেছেন। এমনকি ভক্তদের সাথে ফেসবুক লাইভে এসে আড্ডা দিয়েছেন এই দুই তারকা।

ফেসবুক লাইভে পূর্ণিমা বলেন, আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। আপু তখন সুপারডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছি না এবং কোনো ছবির ধারে কাছে যেতে পারছি না। যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন— কী এক্সপ্রেশন দাও, শাবনুরের মতো করো। শাবনূরকে নকল করো। শাবনুরকে কপি করো। সবাই বলছে যে, শাবনুরের এক্সপ্রেশন দেখছ? ওর চোখ কথা বলে ঠোট কথা বলে, শাবনুরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি তখন বলতাম জ্বি জ্বি, আমি কর্নারে গিয়ে কান্না করতাম।

লাইভে পূর্ণিমাকেও প্রশংসায় ভাসান শাবনুর। দীর্ঘদিন পর পূর্ণিমার সাথে দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন শাবনুর। বলেন, আমি আবেগে আপ্লুত পূর্ণিমাকে দেখে। সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখে খুব ভালো লাগতেছে।

নিজেদের সম্পর্ক নিয়ে এক ফাঁকে শাবনুর বলেন, অনেকেই মনে করে আমাদের দু’জনের সম্পর্ক দা-কুমড়ার মতো। আসলে কিন্তু তা নয়। আপনাদের ভুল ধারণা, আমাদের দু’জনের কিন্তু দা-কুমড়ার সম্পর্ক না।

/এনএএস

Exit mobile version