Site icon Jamuna Television

চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল

ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে আজ শনিবার (৪ মার্চ) চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। বন্দরনগরীতে পৌঁছালেও কোনো দলই আজ অনুশীলন করবে না।

হোটেলে বিশ্রাম নিয়ে রোববার (৫ মার্চ) নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে জস বাটলার-তামিম ইকবালরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নেবে ইংলিশ ক্রিকেটাররা।

প্রথম দুই ম্যাচ হেরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাংলাদেশের জন্য। তাই সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে তামিম-সাকিবরা। সোমবার (৬ মার্চ) তৃতীয় ওয়ানডে ও ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে সাগরিকায়।

/আরআইএম

Exit mobile version