Site icon Jamuna Television

কনের ওজনে স্বর্ণ দিয়ে বিয়ে (ভিডিও)

ছবি: সংগৃহীত

বিয়েতে কনেকে ওজন করে সেই পরিমাণ স্বর্ণ দিয়েছেন পাকিস্তানের এক স্বামী। খবর সিয়াসাত ডেইলি’র। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

পাকিস্তানের ওই পরিবারটি সংযুক্ত আরব আমিরাতে বিয়ের আয়োজন করে। এতে আগত অতিথিদের সামনে বউকে ওজন মাপার যন্ত্রে বসিয়ে তার সমপরিমাণ স্বর্ণ প্রদান করা হয়।

তবে বিয়েতে আগতরা বউয়ের ওজন পরিমাণ স্বর্ণ প্রদানকে ভালোভাবে নেয়নি। কেউ কেউ একে যৌতুক বলে মন্তব্য করেছেন।

ওই কনের ওজন ছিল ৭০ কেজি। এই পরিমাণ স্বর্ণই তাকে উপহার দেয়া হয়েছে।

https://twitter.com/TawabHamidi/status/1629624723616276480?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1629624723616276480%7Ctwgr%5E374a1a9e45cd337f70f0f6d26abb45f1f17ae8cc%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fwatch-gold-slabs-weighed-against-pakistani-bride-in-dubai-2537906%2F

/এনএএস

Exit mobile version