Site icon Jamuna Television

লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালকদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ এবং ডিএমপিকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ মঙ্গলবার বিকালে এ নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে কার্যালয় থেকে বিমানবন্দর সড়কে দুইজন শিক্ষার্থীর নিহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেয়া হয়।

গত রোববার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। এরপর থেকে বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

Exit mobile version