Site icon Jamuna Television

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। আহত অন্তত ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

শনিবার (৪ মার্চ) বিকেল চারটায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে অক্সিজেন প্ল্যান্টটি একেবারে ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের ফলে আশেপাশের কয়েকটি স্থাপনাও লণ্ডভণ্ড হয়ে যায়। বিস্ফোরণের পর কারখানা থেকে বিভিন্ন লোহার পাত ছুটে যায় কয়েক কিলোমিটার দূরে।

পুলিশ বলছে, প্ল্যান্টটিতে তিন সিফটে তিনজন শ্রমিক কাজ করতেন। প্ল্যানটির মালিক মামুন উদ্দিন ও পারভেজ উদ্দিন। তারা এখনো পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাহ্য পদার্থ থাকায় বিস্ফোরণে ধসে পড়ে পুরো ভবনটি। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

এর আগে গেল বছরের ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ আগুন আর বিস্ফোরণে ৫১ জন নিহত হয়। ওই ঘটনায় অন্তত দুই শতাধিক লোক আহত হন।

ইউএইচ/

Exit mobile version