Site icon Jamuna Television

এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে: রুবেল

রাজধানী বেপরোয়া বাসের চাপায় ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ছুঁয়ে গেছে সর্বস্তরের মানুষকে। সড়ককে নিরাপদ করার আহ্বান জানাচ্ছেন সবাই। বাদ যাননি ক্রিকেটার রুবেল হোসেনও। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চালকদের সচেতন হওয়ার আহ্বান জানালেন তিনি।

রুবেল লিখেছেন, ‘ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায়, নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারো বাবা মাকে-সন্তানকে, মনে রাখবেন এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে…এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়-স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের …’

রোববার ২৯ জুলাই বিমানবন্দর সড়কে কুর্মিটোলায় ফ্লাইওভারের মুখে বেপরোয়া বাসের চাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version