রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

|

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

এখনই ব্যবস্থা না নিলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে রুশ-ইউক্রেন সংকট। এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৪ মার্চ) রিপাবলিকান পার্টির এক সম্মেলনে যোগ দেন তিনি। খবর রয়টার্সের।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমিই একমাত্র প্রার্থী যিনি পারবেন। খুব সহজেই তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারি। একদিনের বেশি লাগবে না। দু’পক্ষকে কী বললে কাজ হবে জানা আছে। ওবামার আমলে মস্কো ক্রাইমিয়া দখল করেছে। আর বাইডেনের আমলে সবকিছু নিচ্ছে দখলে। ন্যাটো কেন যুক্তরাষ্ট্রের মতো ইউক্রেনে ডলার ঢালছে না?

ভাষণে দাবি করেন, রাশিয়া-ইউক্রেন দু’পক্ষের সাথেই সুসম্পর্ক রয়েছে তার। ইউক্রেনের পরিস্থিতি দুঃখজনক বলেও উল্লেখ করেন। ন্যাটোর ভূমিকা নিয়ে সমালোচনা করেন ট্রাম্প।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply