Site icon Jamuna Television

মেসির গোল ও এমবাপ্পের রেকর্ড গড়ার রাতে পিএসজির জয়

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে ৪-২ গোলে জিতেছে পিএসজি। লিওনেল মেসির গোলে শুরু হয় ৬ বার স্কোরশিট পরিবর্তনের উপলক্ষ্য। আর ম্যাচের শেষ মুহূর্তে গোল করে এডিনসন কাভানিকে টপকে পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে নঁতের সাথে ১২ মিনিটেই দলকে লিড এনে দেন মেসি। এর ৫ মিনিট পরেই আত্মঘাতী গোলে দ্বিগুণ হয় ব্যবধান। তবে প্রথমার্ধেই দুই গোল শোধ করে ফেলে নঁতে। ৩১ মিনিটে লুডোভিক ব্লাস এবং ৩৭ মিনিটে ইগনেসিয়াস গানাগোর গোলে ম্যাচে ভালোভাবেই ফেরে নঁতে।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে দানিলো পেরেরার গোলে অ্যাসিস্ট করেন এমবাপ্পে। এরপর যোগ করা সময়ে নিজেই ঠিকানা খুঁজে নেন জালের। শেষ গোলটাই হয়তো হয়ে থাকবে এমবাপ্পের জন্য সবচেয়ে স্মরণীয়। ৯২ মিনিটে বাম পায়ের জোরালো শটে নঁতে গোলরক্ষক আলবান লাফন্তকে পরাস্ত করে পিএসজির জার্সিতে ২০১তম গোলটি করেন এমবাপ্পে।

আরও পড়ুন: ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্পে শেষ বাঁশির আগে আর্সেনালের জয়

/এম ই

Exit mobile version