তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৪ হাজার

|

একমাস পূর্ণ হতে যাচ্ছে তুরস্ক-সিরিয়ায় হওয়া ভয়াবহ ভূমিকম্পের। দেশগুলোয় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৫৪ হাজারের বেশি। খবর রয়টার্সের।

শুধু তুরস্কেই ৪৬ হাজার ছাড়িয়েছে মরদেহ উদ্ধারের সংখ্যা। শনিবার (৪ মার্চ) এ তথ্য প্রকাশ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলেমান সোলু। তার আশঙ্কা, সংখ্যাটি দেড় লাখের কাছাকাছি পৌঁছাবে। কারণ, জোরালো ভূমিকম্পে ভেঙে পড়া ধ্বংসস্তূপ সরালেই বেরিয়ে আসছে মরদেহ।

খোদ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, ঝুঁকিতে আছে সোয়া দুই লাখের মতো ঘরবাড়ি-স্থাপনা। ক্ষয়ক্ষতি এড়াতে দুর্গত এলাকাগুলো থেকে সরানো হয়েছে ৩৫ লাখ বাসিন্দাকে।

অবশ্য দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কঠোর নিন্দা সমালোচনার মুখে পড়েছে এরদোগান সরকার। মে মাসেই, দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। ধারণা করা হচ্ছে, তাতে ভূমিকম্পের স্পষ্ট প্রভাব পড়বে। এদিকে, দুর্যোগে সিরিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৮ হাজার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply