Site icon Jamuna Television

বায়ার্নে আরও এক বছর থাকবেন চুপো-মোটিং

ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের সাথে আরও এক বছরের জন্য নতুন চুক্তি করেছেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। ২০২৪ সালের জুন পর্যন্ত জার্মান চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন এই ফরোয়ার্ড।

বায়ার্নের হয়ে চলতি মৌসুমে ছন্দে আছেন চুপো-মোটিং। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬টি গোল করেছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার, ম্যাচ খেলেছেন ২৪টি। পিএসজি ছেড়ে ২০২০ সালে ফ্রি এজেন্ট হিসেবে বায়ার্নে যোগ দেন চুপো-মোটিং।

২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড। লিগ ম্যাচে শনিবার (৪ মার্চ) রাতে স্টুটগার্টের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বায়ার্ন। এই ম্যাচেও বায়ার্নের হয়ে গোল করেছেন এই ফরোয়ার্ড।

/আরআইএম

Exit mobile version