চট্টগ্রামে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

সিরিজের শেষ ওয়ানডের আগে আজ অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে চট্টগ্রাম গেছে তামিম ইকবালের দল। সতীর্থদের একদিন পর এলেও যথাসময়ে অনুশীলনে এসে হাজির হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার (৫ মার্চ) সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নেবে ইংলিশ ক্রিকেটাররা।

এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। তাই সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে তামিম-সাকিবরা। সোমবার (৬ মার্চ) তৃতীয় ওয়ানডে ও ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে সাগরিকায়।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply