Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ছয় রাজ্য। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গত এলাকাগুলো থেকে ২৬ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা গেছে।

সবশেষ খবর অনুযায়ী, বাস্তুচ্যুত হয়েছেন ৪১ হাজারের ওপর বাসিন্দা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। সবচেয়ে খারাপ পরিস্থিতি জোহুর রাজ্যের। সেখানেই, বন্যার পানিতে আটকে গাড়ির মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরের প্রতিবেশী এলাকাটিতে গৃহহীনদের জন্য খোলা হয়েছে দুই শতাধিক আশ্রয় কেন্দ্র।

গেলো বুধবার থেকে মালয়েশিয়ায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার। ২৫টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে প্লাবিত করেছে লোকালয়। হচ্ছে ভূমিধসও।

আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বর থেকে ছয়বারের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়লো মালয়েশিয়া। আগামী এপ্রিল পর্যন্ত থাকবে এর প্রভাব।

এটিএম/

Exit mobile version