সায়েন্স ল্যাবের বিস্ফোরণে দেয়াল ধসে ৩ জনের মৃত্যু, ৩ জন আইসিইউতে

|

রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাবে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ধসে পড়েছে তিনতলা ভবনের একাংশ। এই বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের নাম শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। নিহতের বিষয়টি ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া নিশ্চিত করেছেন।

এছাড়া, এই দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ৩০-৩৫ জনকে। সেই সাথে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন আরও ২০ জন। ছয় জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- নূরনবী (২৩),আকবর আলী (৫২), আশরাফুজ্জামান(৩৬), আশা (২৫), হাফিজুর রহমান (৩২) ও জহুর আলী। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন। তিনি জানিয়েছেন, জহুর আলী শরীরের ৪৪ শতাংশ, মোছাঃ আশা আক্তারের শরীরে ৩০ শতাংশ, আকবর আলীর শরীরে ৩৭ শতাংশ, হাফিজুর রহমানের শরীরে ৮ শতাংশ এবং আশরাফুজ্জামানের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

জানা গেছে, রোববার (৫ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ফায়ার ফাইটারদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিস্ফোরণের পরই ভবন একাংশ ধসে পড়ায় আহত হন পথচারীসহ বেশ কয়েকজন। ভবনের ইট ও ভারী পদার্থ ফুটপাথ আর সড়কে ছিটকে পড়ে। আশপাশের এলাকা বেশ কয়েক মিনিট ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, জাকির হোসেন, মেহেদী হাসান, তাজউদ্দিন, কবির, রাবেয়া খাতুন, নুরুন্নবী ও কামাল। বিস্ফোরণের ঘটনা তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

এ ঘটনায় আহত নিউ জেনারেশন নামক একটি প্রতিষ্ঠানের ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার খাইরুল বলেন, হেমায়েতপুরের ফ্যাক্টরি থেকে কাজে অফিসে এসেছিলাম। তারপর হঠাৎ বিস্ফোরণ ঘটে। চোখের সামনেই তিনজন মারা গিয়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply