Site icon Jamuna Television

গ্রিসে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৭

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ জনে। সরকারের অব্যবস্থাপনা ঘিরে দেশটিতে বাড়ছে অসন্তোষ। খবর রয়টার্সের।

শনিবারও (৪ মার্চ) রাজধানী এথেন্সের মূল চত্বরে হাজির হন কয়েক হাজার মানুষ। সেখান থেকে পদযাত্রা শেষে পার্লামেন্ট ভবন ঘেরাও করে ক্ষুব্ধ গ্রিকরা। তাদের দাবি, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেয়াটাই যথেষ্ট নয়। বরং মালিক প্রতিষ্ঠানকে বিচারের মুখোমুখি করা উচিত সরকারের। সংশ্লিষ্টদের আনা হোক তদন্তের আওতায়। দায়িত্বে অবহেলার অভিযোগে এক স্টেশন মাস্টারের বিরুদ্ধে করা হয়েছে মামলা। আগামী সপ্তাহে, তাকে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গেলো মঙ্গলবার গভীর রাতে লারিসা এলাকায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী ট্রেনটিতে ছিলেন সাড়ে ৩শ’ মানুষ। ২০১৭ সালে বেইল আউট পেতে দেশের রেলওয়ে সার্ভিস ইতালির এক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয় গ্রিস।

এটিএম/

Exit mobile version