Site icon Jamuna Television

বাড়ি মালিকের ভাইকে হত্যার দায়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বাড়িওয়ালার ভাইকে হত্যার দায়ে নির্মাণ শ্রমিক জসিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ভুক্তভোগীর গহনা ও টাকা আত্মসাতের মামলায় আরও ৬ মাসের জেল এবং অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (৫ মার্চ) বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায়ের সময় আসামি জসিম আদালতেই উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, জেলার মধুখালী উপজেলার মাঝিকান্দি দাসপাড়া গ্রামের সুমন কুমার সাহার বাড়িতে নির্মাণ কাজ দেখাশোনা করতেন তার ছোট ভাই রাজু কুমার সাহা (২৫)। ২০২১ সালের ২ জানুয়ারি রাতে রাজুকে হত্যা করে নির্মাণ শ্রমিক জসিম। এ সময় রাজুর হাতের স্বর্ণের আংটি, ব্রেসলেট, মোবাইল এবং নগদ অর্থও লুট করে সে। পরে লাশ বস্তাবন্দি করে নির্মাণাধীন ভবনের পেছনে শ্রমিকদের ব্যবহৃত টয়লেটের মধ্যে ফেলে পালিয়ে যায় সে।

এই ঘটনায় পর দিন নিহতের মা অরুনা রানী সাহা বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রোববার আদালত এই রায় দেন।

এসজেড/

Exit mobile version