Site icon Jamuna Television

খালেদা জিয়ার পক্ষ থেকে এখনও আবেদন পায়নি সরকার; সাজা স্থগিত ইস্যুতে আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

খালেদা জিয়ার পক্ষ থেকে এখনও আবেদন পায়নি সরকার। তবে আবেদন পেলে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নিবে।

রোববার (৫ মার্চ) দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

সকালে ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করেন আইনমন্ত্রী। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই অ্যাপ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। তারা বলেন, ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টে চলমান মামলার জট কমবে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, এই অ্যাপ বিচারপ্রার্থী নাগরিকদের ভোগান্তি কমাবে।

পরে খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিতের সময় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। আইনমন্ত্রী বলেন, আমরা এখনও কোনো আবেদন পাইনি। আবেদন পেলে সিদ্ধান্ত নেয়া হবে।

/এম ই

Exit mobile version