Site icon Jamuna Television

নাটোরে আগুনে ভস্মীভূত ৬ বাড়ি, নিহত ১

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে একাধিক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভস্মীভূত হয়েছে ৬টি বাড়ি। এ ঘটনায় দুধজান বেওয়া নামে নব্বই বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পাইকৈরদোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুধজান একই এলাকার মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী।

নাটোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক একেএম মোর্শেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আফসার আলী নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে আগুন লাগে। এসময় ঘরের ভেতর আটকা পড়ায় আগুনে পুড়ে মারা যায় আফসারের মা দুধজান বেওয়া। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী আরও ৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এসজেড/

Exit mobile version