Site icon Jamuna Television

প্রথমবারের মতো চাকরিতে যোগ দিলেন আসিফ

ছবি: সংগৃহীত

জীবনের প্রথমবারের মতো কোনো চাকরিতে যোগ দিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ভার্সেটিল গ্রুপের ‘হ্যালো সুপারস্টার’ (অ্যাপ)-এর ‘কান্ট্রি হেড’ পদে যোগ দিয়েছেন এই সংগীতশিল্পী। সম্প্রতি নিজেই জানিয়েছেন চাকরির বিষয়টি।

রোববার (৫ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চাকরির বিষয়টি জানিয়ে আসিফ লেখেন, মার্চের এক তারিখ থেকেই আমার চাকরি জীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি।

চাকরি সম্পর্কে জানিয়ে গায়ক আরও লেখেন, চাকরির অফার এবং ধরণ- দু’টোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি।

পোস্টের শেষে তিনি লেখেন, এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে। আমার জন্য দোয়া করবেন।

/এনএএস

Exit mobile version