Site icon Jamuna Television

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ভস্মীভূত ২ শতাধিক বসতি

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ মার্চ) বিকেল তিনটার দিকে ওই ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। পরে পার্শ্ববর্তী ১০, ৯ এবং ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সাথে সাথে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম পাঠানো হয়। পরে জেলা হেড কোয়ার্টার থেকে আরও দুটি টিম আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসজেড/

Exit mobile version