Site icon Jamuna Television

নব নির্বাচিত রাষ্ট্রপতিকে নরেন্দ্র মোদির অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন নরেন্দ্র মোদি।

রোববার (৫ মার্চ) পাঠানো এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, মো. সাহাবুদ্দিনের মুক্তিযোদ্ধা হিসেবে অবদান এবং বিচারক হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে দু’দেশের জনগণের কল্যাণে বহুমুখী অংশীদারিত্ব বাড়াতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করা হয় এ অভিনন্দন বার্তায়।

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের দূরদর্শী নেতৃত্বে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।

এসজেড/

Exit mobile version