Site icon Jamuna Television

আমিই তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারি: ট্রাম্প

ছবি: সংগৃহীত

একমাত্র তিনিই তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৪ মার্চ) এক সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় ট্রাম্প এমন মন্তব্য করেছেন। খবর দ্য টেলিগ্রাফ’র।

ট্রাম্প বলেছেন, শুধু তৃতীয় বিশ্বযুদ্ধই নয়, আমি হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রবেশের আগেই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধও থামিয়ে দিতে পারি। পুতিনের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমার বিশ্বাস, তিনি আমার কথা শুনবেন এবং এই যুদ্ধ থামাতে আমার এক দিনের বেশি সময় লাগবে না।

এর আগে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান ট্রাম্প। তবে তার দল থেকে তিনি অনুমোদন পাবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

/এনএএস

Exit mobile version