Site icon Jamuna Television

পশ্চিমা চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়াকে সরাসরি সমর্থন উত্তর কোরিয়ার

পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেই রাশিয়ার প্রতি সরাসরি সমর্থন জানালো উত্তর কোরিয়া। শনিবার (৪ মার্চ) একটি বিবৃতি প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সেখানে যুদ্ধে পুতিন প্রশাসনকে সরাসরি সমর্থন জানিয়েছে কিম জং উন প্রশাসন। খবর রয়টার্সের।

শনিবার প্রকাশিত বিবৃতিতে নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় পশ্চিমাদেরই দোষারোপ করে উত্তর কোরিয়া। এ সময় মার্কিন রাজনীতিকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বিশ্বকে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়।

উত্তর কোরিয়ার অভিযোগ, আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করেছে ওয়াশিংটন। সেগুলোর মোক্ষম জবাব দিতেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পিয়ংইয়ং জানায়, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষাও তাদের অন্যতম লক্ষ্য। দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কোনভাবেই মানা হবে না বলেও হুঁশিয়ারি দেয় কিম জং উন প্রশাসন।

এসজেড/

Exit mobile version