Site icon Jamuna Television

রাজস্থানে পুত্রবধূকে ছেলের বাইকে নিয়ে পালালেন শ্বশুর

ছবিছ সংগৃহীত

পূত্রবধূর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন শ্বশুর। ছেলের বাইক নিয়ে পূত্রবধূর সাথে পালিয়েও যান। সম্প্রতি ভারতের রাজস্থানের বুন্দি জেলার সিলোর গ্রামে এই ঘটনা ঘটেছে। খবর টাইমস নাও‘র।

প্রতিবেদনে বলা হয়, পবন বৈরাগী নামের এক যুবক নিজের বাবা রমেশ বৈরাগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে লেখা ছিল, তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছেন বাবা। পালানোর সময় বাবা তার বাইকটিও চুরি করে নিয়ে গিয়েছেন বলেও অভিযোগ জানান তিনি।

পবনের ৬ মাস বয়সী এক সন্তান রয়েছে। কাজের সূত্রে পবনকে গ্রামের বাইরে থাকতে হয়। মা-দাদুর সাথে পালিয়ে যাওয়ায় সন্তানটির দেখাশোনায় সমস্যা হচ্ছে বলেও পুলিশকে জানিয়েছেন পবন। কিন্তু দাবি, পুলিশ তার অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণ করেনি।

/এনএএস

Exit mobile version