Site icon Jamuna Television

৩৬-তম বিসিএসের গেজেট প্রকাশ

পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়ার প্রায় ৩৭ মাস পর অবশেষে প্রকাশ পেয়েছে ৩৬-তম বিসিএস পরীক্ষার গেজেট। মঙ্গলবার বিকালে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) যে সুপারিশ করেছিল সেখান থেকে ১২১ জন প্রার্থী বাদ পড়েছেন।

পিএসসি সূত্র জানায়, গত বছরের ১৭ অক্টোবর ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। কিন্তু মঙ্গলবার প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যায়, ২ হাজার ২০২ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ ১২১ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন।

৩৬-তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৫ সালের ৩১ মে। ২ লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। পরের বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। মৌখিক পরীক্ষা শেষ হয় ২০১৭ সালের জুনে।

যমুনা অনলাইন: কেআর/টিএফ

Exit mobile version