Site icon Jamuna Television

নোরার সাথে লেহেঙ্গা পরে মঞ্চ মাতালেন অক্ষয়

একের পর এক ব্যর্থতার হতাশা ঝেড়ে দর্শকদের মন জয় করতে মরিয়া অক্ষয় কুমার। আমেরিকায় ‘দ্য এন্টারটেনার্স’ সফরে অবাক কাণ্ড করলেন বলিউড তারকা। আটলান্টায় লাল লেহেঙ্গা পরে জনপ্রিয় ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে মঞ্চে নোরা ফাতেহির সাথে নাচ করলেন অক্ষয়। যার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গায়ে কালো ব্লেজার, নিচে লাল লেহেঙ্গা পরে একঝাঁক নৃত্যশিল্পীদের মাঝে দাঁড়িয়ে আছেন অক্ষয়। গান শুরু হতেই মঞ্চে গিয়ে যোগ দিলেন বলিউডের ‘গরমি গার্ল’ নোরা ফাতেহি। তার পরনে ছিল লাল ব্লাউজ ও শর্টস। নোরা মঞ্চে আসামাত্র লেহেঙ্গা খুলে নাচ শুরু করেন অক্ষয়। যদিও লেহেঙ্গার নিচে কালো প্যান্ট পরেছিলেন বলিউডের এই তারকা।

অক্ষয়ের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। এই সিনেমার সাফল্য ও সিনেমায় অক্ষয়ের অভিনয়ই ‘খিলাড়ি’ তকমা এনে দিয়েছিল তাকে। সেই ছবির গান ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘সেলফি’। সেই ছবিতেও রয়েছে এই গানের রিমিক্স ভার্সন। ওই গানেই মঞ্চ মাতান অক্ষয় ও নোরা।

দর্শকদের একের পর এক ফ্লপ সিনেমা উপহার দিয়ে বেশ বিপাকেই রয়েছেন বলিউড ‘খিলাড়ি’। অন্যদিকে দর্শকরাও বেশ হতাশ তার সিনেমা নিয়ে। ক্যারিয়ারের এমন দুর্দশা দূর করতে মরিয়া অক্ষয়। তার ফ্লপ সিনেমার এই সংখ্যা আরও বাড়বে নাকি এখানেই ফুলস্টপ হবে, তা সময়ই বলে দেবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ইউএইচ/

Exit mobile version