Site icon Jamuna Television

ছাত্রলীগের কমিটি ঘোষণা; সভাপতি শোভন, সা. সম্পাদক রব্বানী

বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মো. রেজানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে এ কমিটি অনুমোদন করা হয়। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও অনুমোদন করা হয়েছে। সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সাদ্দাম হোসাইন।

ছাত্রলীগের গুরুত্বপূর্ণ চার পদ পাওয়াদের সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

অন্যদিকে, ঢাকা মহানগর উত্তরের সভাপতি করা হয়েছে মো. ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর রহমান হৃদয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ।

গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন তিনি ছাত্রলীগের কমিটি সমঝোতার মাধ্যমে দেয়ার কথা বলেন। একই সাথে নেতাদের বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করে দেন।

যমুনা অনলাইন: কেআর/টিএফ

Exit mobile version