Site icon Jamuna Television

সায়েন্স ল্যাব বিস্ফোরণ: দগ্ধদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর

সায়েন্স ল্যাবের বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ ৬ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তবে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন, শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। এই বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে আরও চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (৬ মার্চ) সকালে সাংবাদিকদের এসব কথা জানান সামন্ত লাল সেন। তিনি জানান, দগ্ধদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সবাইকেই অবজারভেশনে রাখা হয়েছে। কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, রোববার (৫ মার্চ) সকাল পৌনে এগারোটায় সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনের তিনতলায় একটি ইনস্যুরেন্স কোম্পানির অফিসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ জন। এই দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ৩০-৩৫ জনকে।

এসজেড/

Exit mobile version