Site icon Jamuna Television

১৩০০ কর্মীকে ছাটাইয়ের এক সপ্তাহের মধ্যেই বরখাস্ত জুমের প্রেসিডেন্ট

টুইটার, ফেসবুক ও অ্যামাজনের মতো বড় বড় প্রযুক্তি সংস্থার কর্মী ছাটাই সম্প্রতি বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। সেই তালিকায় এবার যোগ হলো জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমের নাম। এবার প্রতিষ্ঠানের প্রেসিডেন্টকেই চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

গত সপ্তাহেই ১ হাজার ৩০০ কর্মীকে ছাটাই করে জুম কর্তৃপক্ষ। এক সপ্তাহের মধ্যেই এবার প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে বরখাস্ত করা হয়েছে। কোনো কারণ ছাড়াই টম্বের সাথে চুক্তি বাতিল করেছে প্রতিষ্ঠানটি।

২০২২ সালের জুনে জুমের এই পদে যোগ দেন গ্রেগ টম্ব। এরপর থেকেই তিনি আয় ও বিক্রয় সংক্রান্ত দায়িত্ব পরিচালনা করে আসছিলেন। গণ ছাটাইয়ের কারণ হিসেবে বলা হয়, করোনা মহামারির পর স্বাভাবিক ছন্দে ফিরেছে বিশ্ব। ওয়ার্ক ফ্রম হোমের পরিবর্তে কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন বেশির ভাগ সংস্থার কর্মীরাই। তাই জুমের চাহিদাও আগের তুলনায় কম। ফলে কমেছে প্রতিষ্ঠানটির আয়। আর সেই কারণেই কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসজেড/

Exit mobile version