Site icon Jamuna Television

রাজশাহীতে পুলিশ দম্পতিকে মারপিটের ঘটনায় ৫ অ্যাথলেটের জামিন

ছবি : সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

রাজশাহী রেলওয়ে স্টেশনে পুলিশ দম্পতিকে মারপিটের ঘটনায় অপ্রাপ্তবয়স্ক বিবেচনায় ৫ অ্যাথলেটকে জামিন দিয়েছেন আদালত। রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ আদেশ দেন।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তাদের আদালতে হাজির করা হলে উভয় পক্ষের বক্তব্য শুনে মুচলেকা নিয়ে অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, এ ঘটনায় মোট ১২ জন আসামির মধ্যে প্রাপ্তবয়স্ক ৬ জন অ্যাথলেট ও একজন কোচসহ মোট ৭ জনকে রোববার (৫ মার্চ) রাত ৮টার দিকে রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতের ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন হোসেন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই রাতেই তাদেরকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এদিকে একইসময় অভিযুক্তদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৫ অ্যাথলেটকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে তোলা হয়। এ সময় বিচারক মুহা. হাসানুজ্জামান তাদের সোমবার সকাল ১০টা পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

জামিন প্রাপ্তরা হলো- হাজরাপুকুর এলাকার মুকুল শেখ কালুর ছেলে আব্দুল্লাহ আল জাহিদ (১৬), নিউকলোনী এলাকার হেলালের মেয়ে ফারহানা খন্দকার (১৭), মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার আব্দুল জলিলের মেয়ে খাদিজা খাতুন (১৭), বড় বনগ্রাম এলাকার শাহীন ইসলামের মেয়ে জেমী আক্তার (১৪) ও শাহমখদুম থানার মোড় এলাকার মমিনুল ব্যাপারীর মেয়ে বৃষ্টি মনি (১৬)।

অপ্রাপ্তবয়স্ক আসামিদের আইনজীবী শাহ আলম আহমেদ অনিক জানান, আসামিরা যেহেতু শিশু, সে কারণে শিশু আইনের ২৯ ধারা মোতাবেক আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। প্রবেশন কর্মকর্তার পর্যবেক্ষণে থাকার পাশাপাশি ৫০০ টাকার বন্ডে অভিযুক্তদের জামিন দিয়েছেন আদালত।

এএআর/

Exit mobile version